বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগিয়ে রথযাত্রায় ফের বৃক্ষরোপণের ডাক দিলেন দিলীপ

0
1

আজ, ৫ জুন। বিশ্ব পরিবেশ দিবস। আমফানের কারণে এবার এই বিশেষ দিনটির গুরুত্ব অনেকাংশেই বেড়ে গিয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে। শাসক-বিরোধী থেকে শুরু করে তাই সকলেই বৃক্ষরোপণ করছেন শহর কিংবা রাজ্যজুড়ে।

আজ বিশ্ব পরিবেশ দিবসে বিভিন্ন জায়গায় গাছ লাগালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তিনি সল্টলেকের সুকান্তনগর, সল্টলেক BF-CF ব্লক, সেক্টর ফাইভ ও সল্টলেকের বিভিন্ন রাস্তাতেও ঘুরে গাছ লাগান বিজেপি রাজ্য সভাপতি। এদিনের কর্মসূচিতে তাঁর সঙ্গে হাজির উপস্থিত ছিলেন সায়ন্তন বসু, অভিনেত্রী অঞ্জু ঘোষ-সহ বিজেপির অন্য নেতাকর্মীরাও।

দিলীপ ঘোষ বলেন, “শুধু আজকের নয়, রথযাত্রার দিনও কম করে একটি করে গাছ লাগান সকলে। পরিবেশের অক্সিজেন শূন্যতা কমাতে বৃক্ষরোপণ করতেই হবে।”