আমফান পরবর্তী সময়ে রাজ্যের রাজ্য সরকারের বিরুদ্ধে যখন পুনর্নির্মাণের কাজ ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ তুলছে বিরোধীরা, তখন পাল্টা উদাহরণ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “দুর্যোগের সময় রাজনীতি করবেন না”। শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ফণীর পরে ভুবনেশ্বরে ১ মাস বিদ্যুৎ ছিল না। চেন্নাইয়েও ১ মাস পর্যন্ত জল জমে থাকে। মুম্বই বৃষ্টির পর জলমগ্ন হয়ে যায়। অথচ রাজ্যে আমফানের পরে দ্রুত পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনার লড়াই করছে প্রশাসন। “আর এই সময় একদল ভোটের রাজনীতি করার চেষ্টা করছে। বলছে এদের তাড়াও”। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এটা রাজনীতি করার সময়? তিনি বলেন, “আমি তো বলিনি মোদিকে তাড়িয়ে দাও। রাজনীতি না করে মানুষের সেবা করুন। ভয়ে ৩ মাস বাইরে কেউ বেরোননি”। করোনা পরিস্থিতি নিয়ে বারবার মুখ্যমন্ত্রী বিরোধীদের কাছে আবেদন জানিয়েছেন, সঙ্কটের পরিস্থিতিতে রাজনীতিকে পাশে সরিয়ে জনকল্যাণে কাজ করার।