দলীয় বিধায়কদের সঙ্গে আজ ভিডিও- বৈঠকে তৃণমূল সুপ্রিমো

0
1
ফাইল চিত্র

দলীয় বিধায়কদের সঙ্গে আজ, শুক্রবার ফের ভিডিও-বৈঠক করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল ৫টায় এই ভিডিও কনফারেন্স হবে।

করোনা ও আমফান নিয়ে বিজেপি-সহ বিরোধীরা সমানে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল ও রাজ্য সরকারের বিরুদ্ধে ৷ এই প্রচারের জবাবি-প্রচারে নামতেই বিধায়কদের সম্ভবত নির্দেশ দেবেন দলনেত্রী ৷ আজকের ভিডিও বৈঠকে মূলত করোনা এবং আমফান, নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে। ভিন রাজ্য থেকে বহু শ্রমিক গত কয়েকদিনে রাজ্যে ফিরেছেন, এর ফলে জেলাগুলিতে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। সে ব্যাপারেও বিধায়কদের কিছু নির্দেশ দিতে পারেন৷ করোনা পরিস্থিতিতে রাজ্যে মিটিং মিছিল করা সম্ভব নয়। তাই কীভাবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছানো যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হতে পারে আজ৷ প্রসঙ্গত, গত ১০ মে দলীয় বিধায়কদের সঙ্গে ভিডিও বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।