লকডাউন ট্রেন চলছে না। তাই রেললাইনের ধরেই বাগুইআটির তিন বাসিন্দা। বালি হল্ট স্টেশন থেকে শিয়ালদহের দিকে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় লেগে মা-মেয়ের মৃত্যু হল। আশঙ্কাজনক অবস্থায় উত্তরপাড়া হাসপাতালে ভর্তি ছেলে।
পুলিশ সূত্রে খবর, কোনও আত্মীয়র বাড়িতে দেখা করতে দেখা করে ফিরছিলেন পম্পা সিংহ, প্রিয়াঙ্কা সিংহ-সহ তিনজন। বাগুইআটি দিকে ট্রেন চলাচল খুবই কম, তার উপরে লকডাউন- সেজন্য রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছেল বলে মনে করছেন এলাকাবাসীরা। ঘটনার তদন্ত করছে বালি থানার পুলিশ।