১১ জুন থেকে পরীক্ষামূলকভাবে হাইকোর্ট খুলবে

0
1

১১ জুন থেকে পরীক্ষামূলকভাবে এবং ছোট করে হাইকোর্ট খুলবে৷ আগামী সপ্তাহে একদিন কোর্ট খুলবে৷ পরে ১৫,১৭ এবং ১৯ জুন হাইকোর্ট চালু থাকবে৷

পরীক্ষামূলক সময়ে দেখা হবে, এজলাশগুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে শুনানি করা সম্ভব কি’না৷ সব পরিস্থিতি খতিয়ে দেখার পর পাকাপাকিভাবে কবে থেকে হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম শুরু করা যাবে, তা জানানো হবে৷