রেস্তোরাঁয় খেতে গেলে যে নিয়ম আপনাকে মানতে হবে…

0
1

রেস্তোরাঁয় খেতে গেলে আপনাকে মানতে হবে একগুচ্ছ নিয়ম।
‌ কন্টেইমেন্ট জোনের বাইরে রেস্তোরাঁ খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সেই গাইডলাইন দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেখে নিন কী কী নিয়ম মানতে হবে
১.‌ দূরত্ব ছ’‌ফুট বা তার থেকে বেশি রাখতে হবে।
২.‌ ফেস কভার ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
৩.‌ সাবান ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিয়মিত হাত ধুতে হবে। যখনই সুযোগ পাওয়া যাবে, তখনই।
৪.‌ হাঁচি, কাশির সময় টিস্যু, রুমাল, বা অন্য কিছু দিয়ে মুখ ঢাকতে হবে। হাঁচি বা কাশির পর সেটি যথাস্থানে ফেলতে হবে। কঠোর ভাবে মানতে হবে এই নিয়ম।
৫.‌ সবাইকে নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। কোনও অসুস্থতা নজরে পড়লে জেলা স্বাস্থ্য দফতরের কাছে খবর দিতে হবে।
৬.‌ থুতু ফেলা যাবে না।
৭.‌ সবাইকে আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়াও আরও একটি নির্দেশ নামায় রেস্তোরাঁগুলিকে বেশ কয়েকটি নিয়ম মানতে বলা হয়েছে। শুধুমাত্র উপসর্গহীন কর্মীরাই কাজ করতে পারবেন। করোনা নিয়ে সতর্ক করতে পোস্টার, ভিডিও ইত্যাদি রেস্তোরাঁয় চালাতে হবে। এমনি নজরদারি চালানোর লোক রাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে যথেষ্ট কর্মচারী নিয়োগ করতে হবে। পাশাপাশি রেস্তোরাঁয় আগের থেকে ৫০ শতাংশ কমিয়ে ফেলতে হবে আসন। মানে সর্বোচ্চ ৫০ শতাংশ আসন এবার থেকে থাকবে। মেনুকার্ড একবার ব্যবহারের পর নষ্ট করে দেওয়ার মতো করে তৈরি করতে হবে। সমস্ত শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রির মধ্যে রাখতে হবে। মাঝে মাঝে স্যানিটাইজ করতে হবে। এছাড়াও আরও অনেকগুলি পয়েন্টে নির্দেশনামা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
এর পাশাপাশি কেন্দ্র বলেছে, যদি হঠাৎ কেউ রেস্তোরাঁয় অসুস্থ হয়ে পড়েন, তার জন্য একটি ‘‌সিক রুম’‌ রাখতে হবে। এর পাশপাশি একজন করোনা আক্রান্তের সন্ধান পেলেই পুরো রেস্তোরাঁ স্যানিটাইজ বাধ্যতামূলক। এই সমস্ত নিয়ম মেনে চললে তবেই রেস্তোরাঁয় বসে খাওয়া যেতে পারে। নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে শুধু বৃষ্টিকে নয় গ্রাহক কেউ মেনে চলতে হবে নিয়মগুলি।