চিদম্বরমের জামিনের বিরুদ্ধে CBI-আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

0
2

INX- মিডিয়া মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের জামিনের বৈধতা চ্যালেঞ্জ করে CBI-এর পেশ করা রিভিউ পিটিশন সরাসরি খারিজ করেছে শীর্ষ আদালত৷ বৃহস্পতিবার এই মামলার শুনানির শেষে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন, “আমরা পুনর্বিবেচনার আর্জি ও সংশ্লিষ্ট নথিপত্র খুঁটিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছি, যে নির্দেশের প্রেক্ষিতে আর্জি জানানো হয়েছিল সেখানে এমন কোনও ভুল নেই যা নিয়ে ফের বিবেচনা করা যেতে পারে। সুতরাং CBI – এর আবেদনের ভিত্তি নেই৷ আবেদন খারিজ করা হলো৷”