শোভাবাজার বড়তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবছর ৮৮ বছরে পদার্পণ করবে। তার আগে আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ক্লাব কমিটির শপথ, এবারের পুজো হবে প্রতিজ্ঞার।
ক্লাবের পুজো কমিটির সম্পাদক সায়ন নন্দীর কথায়, সমগ্র পৃথিবীকে না বদলাতে পারলেও বদলাতে পারি পাড়ার পৃথিবীটাকে। যত্রতত্র থুতু ফেলা, খোলা জায়গায় ধূমপান করা, প্লাস্টিক ব্যবহার হবে নিষিদ্ধ। নিজের পাড়ায় নিজেরাই স্যানিটাইজেশনের দায়িত্ব নেবেন তাঁরা।
বিশ্ব পরিবেশ দিবসে তাই পাড়া থেকেই এই অভিযান শুরু করলো শোভাবাজার বড়তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি। পরিবেশ বাঁচাতে লাগানো হলো গাছ। শুধু ছেলেরা নয়, অভিযানে সামিল পাড়ার মহিলারাও।
পরিবেশ রক্ষায় কোনও সিসিটিভি নয়, নজরদারি চালাবেন মহিলারাই। প্রত্যেক বাড়ির দোরগোড়ায় থাকবে ব্যঙ্গ চিত্রের মাধ্যমে সচেতনতা প্রচার। শপথ গ্রহণে উপস্থিত ছিলেন স্থানীয় থানার পুলিশ কর্তারা।




























































































































