বেতন কাটলে আদালতে ব্যালেন্স শীট পেশ করুক সংস্থা , কেন্দ্রের আবেদন

0
1

লক ডাউনের মধ্যে কর্মীদের বেতন কাটলে সংস্থাকে জানাতে আদালতে ব্যালেন্স শিট পেশ করা দরকার।‌‌ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এমন একটি আবেদন জানানো হয়েছে। আর এতেই ফাঁপড়ে পড়েছে সংস্থাগুলি।

উল্লেখ্য, গত ২৯মার্চ সরকার নির্দেশিকা জারি করেছিল, কর্মীদের বিশেষত চুক্তিভিত্তিক কর্মীদের এই লকডাউনের সময় আর্থিক সংকটের মধ্যে পড়ছে তাই সাময়িক ব্যবস্থা হিসেবে সংস্থাগুলিকে তাদের বেতন দিতে হবে। তবে ১৮মে সেই নির্দেশিকা তুলে নেওয়া হয়। কিন্তু ২৯ মার্চের নির্দেশিকার স্বপক্ষে যুক্তি শানাতে এবার এমন আর্জি জানালো কেন্দ্র।