তেলিনিপাড়া যেতে লকেটদের বাধা পুলিশের

0
1

তেলিনিপাড়ার ঘটনায় চুঁচুড়া মহিলা থানায় প্রায় দু’ঘণ্টা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং সাংসদ অর্জুন সিং-কে বসিয়ে রাখা হল বলে অভিযোগ। চুঁচুড়া থেকে তেলিনিপাড়ায় যাওয়ার পথে আটকানো হয় লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু এবং গৌতম চট্টোপাধ্যায়কে। জিটি রোডের তেঁতুলতলার কাছে কিছুক্ষণ অবস্থানে বসেন বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মীদের ভুয়ো মামলায় ধরার অভিযোগে ভদ্রেস্বর থানার সামনে ৪ দিন ধরে হুগলি সাংগঠনিক জেলার কর্মীরা অবস্থানে বসেছিলেন। এদিন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং সায়ন্তন বসুর যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয়। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ১৪৪ ধারা উঠে গেলেও এলাকায় কোনো রকম রাজনৈতিক সভা করতে দেওয়ার অনুমতি নেই।

এদিকে, শুক্রবার, সাংসদ অর্জুন সিং পুলিশ কমিশনারের অফিসে ঢোকার সময় পুলিশ আটকালে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা বাধে।