ফেরানো হবে ম্যানগ্রোভ, রাজ্যে সাড়ে ৩ কোটি গাছ লাগানো হবে: মুখ্যমন্ত্রী

0
1

আমফানে সুন্দরবনের অনেক ম্যানগ্রোভ নষ্ট হয়ে গিয়েছে। সুন্দরবনে নতুন করে ম্যানগ্রোভ লাগানো হবে। কলকাতা ও তার আশপাশের অঞ্চলে দূষণ নিয়ন্ত্রণের জন্য ৫০ হাজার গাছ লাগানো হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, কলকাতায় গাছ লাগাতে ১০০ কোটি টাকা খরচ হবে। রাজ্যে আরও সাড়ে ৩ কোটি গাছ লাগানো হবে। ১৪ জুলাই থেকে ফের গাছ লাগানো শুরু হবে। তবে, মুখ্যমন্ত্রী বড় ও মোটা গাছ না লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন, “ঝড়ে ভারী গাছ বেশি পড়ে যায়। নিম গাছের মতো হালকা গাছ লাগান”।