শুরু জগন্নাথের স্নানযাত্রা

0
2

পুরীতে শুরু জগন্নাথের স্নানযাত্রা। ভক্ত সমাগমহীন স্নানযাত্রা পুরীর মন্দিরের ইতিহাসে এই বিরল। ১০৮ ঘড়া জল ঢেলে শুরু স্নানপর্ব ভগবান জগন্নাথ, বলরাম ও দেবী শুভদ্রার। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে মঙ্গল অর্পনা, পাহান্দি, মদন মোহন বিজে, মঙ্গলা আলাতি, মইলামা, তাড়াপা লাগি ও অধরা পোছা পর্ব শেষ হবে। স্নানের জল আসে পুরীর শীতলা মন্দিরের সোনা কুয়ো থেকে। স্নানের জলে মেশানো হয় চুয়া, অগুরা, চন্দন ও সোদাসা উপছারা। আজ, শুক্রবার পূর্ণিমা, ভগবান জগন্নাথের জন্মদিন এবং ৯দিনের রথযাত্রার শুরু। রাতের দিকে দেব-দেবীকে নিয়ে যাওয়া হবে অনাসার ঘরে, যেখানে অসুস্থ হলেই দেবদেবী থাকেন। প্রলম্বিত স্নানের কারণে এই জ্বর আসার কারণেই এখানে থাকা। এই ১৪ দিন সময়ে ভগবান খাবেন শুধু ফল আর জল। জলে থাকবে চিজ আর হার্বাল দশমূলা। সেবায়তরা এই সময়ে গোপনে দেব-দেবিকে সুস্থ করার কাজে ব্রতী থাকবেন। সুস্থ হয়ে তাঁরা আবির্ভূত হবেন নবযৌবনবেশে। ১৪ দিনের পর অমাবস্যায়। রথযাত্রার আগের দিনে।