উত্তপ্ত ভাটপাড়া: পরিযায়ী শ্রমিকদের ছোড়া বোমায় আহত শিশু-সহ দুই

0
1

ফের বোমাবাজিতে উত্তপ্ত ভাটপাড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাকিনাড়া মানিকপীর এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে কয়েকজন পরিযায়ী শ্রমিক এলাকায় ঢুকে পড়েন। সকাল হতেই এলাকায় স্থানীয় বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ বেঁধে যায় ওই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে।

অভিযোগ, ওই পরিযায়ী শ্রমিকরা কোয়ারেন্টাইন সেন্টারে না থেকে এলাকায় বেপরোয়া ভাবে ঘুরে বেড়াতে থাকেন। স্থানীয়রা এর প্রতিবাদ করলে তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা ছুড়তে থাকেন শ্রমিকরা। ওই বহিরাগত শ্রমিকদের ছোড়া বোমার আঘাতে এক শিশু-সহ দুজন ব্যক্তি গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশবাহিনী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে যায় জগদ্দল থানার পুলিশ । উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।