সুন্দরবনের জমিতে কি ফের চাষ করা যাবে? চাষীদের কাছে প্রশ্ন কেন্দ্রীয় প্রতিনিধি দলের

0
1

আমফান বিধ্বস্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শনে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। দুটি ভাগে ভাগ হয়ে শুক্রবার তারা দুই জেলা পরিদর্শন করছে। তার আগে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে চারজন প্রতিনিধি ধামাখালি সরকারি গেস্ট হাউসে জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বসিরহাট পুলিশ সুপার কংকরপ্রসাদ বারুই, বিধায়ক সুকুমার মাহত, স্বাস্থ্য আধিকারিক সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এরপর তাঁরা সন্দেশখালি লাগোয়া সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। কী কারণে জমি এত বেশি পরিমাণে লবণাক্ত হয়ে গিয়েছে? এটা আমফানের প্রভাব কি না? এই জমিতে আবার চাষ করা যাবে কি না? সে বিষয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা।