ভারতের অস্ত্রভাণ্ডারে নতুন সংযোজন, আসছে অগ্নি-৫

0
1

ভারতের সামরিক শক্তি বাড়াতে আসছে অগ্নি-৫। যা দিয়ে শত্রু দেশের যে কোনও অংশে আঘাত করা যাবে বলে সেনাবাহিনী সূত্রে খবর।

জানা গিয়েছে, পরমাণু অস্ত্র নিয়ে এই মিসাইল ছুটতে পারে ৫০০০ কিলোমিটার। ৫ হাজার কিমি দূরে থাকা মুহূর্তে ধ্বংস করতে পারে এই মিসাইল। এলিট স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডোর হাতে চলে আসবে এই মিসাইল। বিশেষজ্ঞদের মতে, এই মিসাইল ভারতীয় সেনার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে।

অগ্নি-৫-এর রুটিনমাফিক পরীক্ষা চলছে এখন। আমেরিকা, চিন, রাশিয়া, ফ্রান্স ও উত্তর কোরিয়ার হাতে এই ধরনের মিসাইল আছে। অস্ত্রভাণ্ডারে রয়েছে ৭০০ কিলোমিটার পাল্লার অগ্নি-১, ২,০০০ কিলোমিটার পাল্লার অগ্নি-২, ২,৫০০ কিলোমিটারের অগ্নি-৩ ও ৩,৫০০ কিলোমিটারের বেশি পাল্লার অগ্নি-৪। এবার আসছে অগ্নি-৫।