BREAKING: সাতসকালে কলেজ স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি, জখম বেশ কয়েকজন

0
1

সাতসকালে হঠাৎ কলেজ স্ট্রিটে ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি মেরামতির কাজ চলছিল। এই কাজে বেশ কয়েকজন ঠিকা শ্রমিক নিযুক্ত ছিলেন। তার মাঝেই এদিন আচমকাই হুড়মুড়িয়ে বাড়ির একাংশ ভেঙে পড়ে।

পুলিশ সূত্রে খবর, দু’জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির মধ্যে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্য চালাচ্ছে দমকল বাহিনী। এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।