উত্তরপ্রদেশে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত ৯

0
3

উত্তরপ্রদেশে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে রয়েছে দুই নাবালক। শুক্রবার সকালে প্রতাপগড়ের নবাবগঞ্জ থানার অন্তর্গত ওয়াজিদপুর গ্রামে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, চালক-সহ ১০ জন যাত্রীকে নিয়ে রাজস্থান থেকে বিহারের ভোজপুরে যাচ্ছিল একটি স্করপিও। বৃষ্টির জেরে রাস্তা পিছল ছিল। ওয়াজিদপুর এলাকা দিয়ে যাওয়ার সময়ে পণ্য বোঝাই একটি ট্রাক ধাক্কা মারে ওই গাড়িটি। গ্যাস কাটার দিয়ে গাড়ির বিভিন্ন অংশ কেটে যাত্রীদের মৃতদেহ বের করে আনে পুলিশ।

প্রতাপগড়ের পুলিশ সুপার বলেন, রাজস্থান থেকে বিহারের ভোজপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ওঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৯ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ যাত্রীকে। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।