মৎস্য মারিব, খাইব সুখে– এই ইচ্ছে বাঙালির চিরকালীন। আর জালে রাঘববোয়াল ধরতে কে বা না চায়? কিন্তু ধরার পরে সে মাছ কাটা হবে কী করে? সেটা যদি একবারও বুঝতেন মৎস্যজীবী! তাহলে মানিকতলা বাজারের ৫০ কেজির কাতলা মাছ দোকানির হাতে দেওয়ার আগে বেশ কয়েকবার ভাবতেন।
উত্তর কলকাতার প্রসিদ্ধ মানিকতলা বাজার। ভালো মাছ, রকমারি সবজি-ফল বিক্রির জন্য তার সুনাম আছে বহুদিন ধরে। তবে এদিন বাজারে কান পাতলে কি শোনা গিয়েছে- “মারো জোয়ান হ্যাইসো”! কারণ একটি ৫০ কেজির মাছ হাতে তুলে আঁশবটিতে কাটতে গিয়ে যা অবস্থা হয়েছিল দোকানির, তাতে এই আওয়াজ অস্বাভাবিক কিছু নয়। তবে, দমে যাননি তিনি। পলিথিনের ব্যাগে হাত গলিয়ে বেশ কসরত করে রীতিমতো ডন-বৈঠক দেওয়ার ভঙ্গিতে তিনি কেটে ফেলেন মাছটা। আর ক্রেতারাও কিন্তু ধৈর্য ধরে দাঁড়িয়ে ছিলেন। সবার একটাই বক্তব্য, “না ঘরে যামু না আমি, মাছ না লইয়া”। আর একেবারে অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলেটের মতো কাজ শেষে ঘাম মুছেছেন মাছ বিক্রেতা।