মর্মান্তিক !
আত্মীয়দের মারের হাত থেকে বাবা মা-কে বাঁচাতে গিয়ে তাঁদের ছোঁড়া ইঁটের আঘাতে মৃত্যু হল এক কিশোরের। নাম সাকিব শা (১৫)। বাড়ি উলুবেড়িয়া থানার কৈজুড়ী শা পাড়ায়। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, বুধবার রাতে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজু শা-এর সঙ্গে তার আত্মীয়দের গোলমাল শুরু হয়। অভিযোগ, বিবাদের সময় রাজুর আত্মীয়রা তাঁকে ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারতে থাকে। তা দেখে কিশোর সাকিব, তার বাবা – মা’কে বাঁচাতে চেষ্টা করে। সেই সময় আত্মীয়দের ছোঁড়া একটি ইঁট এসে লাগে সাকিবের বুকে৷ সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। রাতেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।