পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টুইট বার্তায় তিনি লেখেন, “কিংবদন্তি পরিচালক তথা চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জির মৃত্যুতে আমি শোকাহত। উনি আমাদের ছোটি সি বাত, চিত্চোর, রজনীগন্ধা, ব্যোমকেশ বক্সী, রজনীর মতো ছবি উপহার দিয়েছেন। পরিবার,বন্ধু, অনুরাগী এবং চলচ্চিত্র জগতের প্রতি রইল আমার গভীর সমবেদনা।”






























































































































