করোনা আবহেই নেওয়া হবে উচ্চমাধ্যমিকের বাকি থাকা তিন দিনের পরীক্ষা। ২ জুলাই, ৬ জুলাই এবং ৮ জুলাই পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সংশ্লিষ্ট দিনগুলিতে শিক্ষক ও শিক্ষা কর্মীরা ছুটি নিতে পারবেন না বলে নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
নির্দেশিকায় সংসদ বলেছে, রাজ্যের যে পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা নেওয়া হবে এবং যাঁরা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তাঁরা কোনওভাবেই ছুটি নিতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনে ছুটি নিতে চাইলে নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন করতে হবে। তারপর তা বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছে সংসদ।