মোদির ‘শাইনিং ইন্ডিয়া’র ঔজ্জ্বল্য যে অনেকটা কমেছে তা বোঝা গিয়েছে দ্বিতীয় মোদি সরকার কেন্দ্রে আসার পরেও বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটে পদ্ম শিবিরের ভরাডুবি। এবার সর্বভারতীয় এক সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য। জনপ্রিয়তার নিরিখে দেশের প্রথম ছজন মুখ্যমন্ত্রীর তালিকায় নেই একজনও বিজেপি মুখ্যমন্ত্রী। উল্টো রয়েছেন একেবারে উল্টো মেরুর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তবে দেশের মধ্যে সবাইকে পিছনে ফেলে প্রথমে উঠে এসেছেন নবীন পট্টনায়ক। ওড়িশার মুখ্যমন্ত্রীর পরেই রয়েছেন কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল এবং তৃতীয় স্থানে বামশাসিত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। চারে অন্ধ্রপ্রদেশের জগন্মোহন রেড্ডি, পাঁচে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে এবং ছ-নম্বরে অরবিন্দ কেজরিওয়াল।
এই সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। তার ভিত্তিতে ভারতের ২৩ রাজ্যের মুখ্যমন্ত্রীকে রেটিং দেওয়া হয়েছে।
২৩ রাজ্যের তালিকায় সবথেকে নীচে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মোহনলাল খট্টর। বিজেপির মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট নন ৪৬.৮২ শতাংশ মানুষ। তার উপরে রয়েছেন আরও এক বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থানও বেশ নীচে। তিনি রয়েছেন ১৭ নম্বর স্থানে। তবে, এই সমীক্ষা কতটা নির্ভরযোগ্য পরীক্ষিত নয়।































































































































