১০জুন থেকে টালিগঞ্জে শুরু হচ্ছে ছোট পর্দার শুটিং। শুটিংয়ের জন্য বিধি তৈরির জন্যেই বৃহস্পতিবার বৈঠকে বসা। বিকেল সাড়ে ছটাতেও বৈঠক চলে। যে যে সিদ্ধান্ত হয়।এদিনের বৈঠকে…
১. ৬৫ বছরের উপরে বয়সীদের শুটিংয়ের অনুমতি
২. ১০ বছরের নীচে শিল্পীরা শুটিংয়ে নয়
৩. শুটিং ফ্লোরে ৩৫ জনের বেশি নয়
৪. কলাকুশলী ও টেকনিশিয়ানদের নিয়েই ৩৫ জন
৫. টলিপাড়ায় তৈরি হবে করোনা তহবিল
৬. তহবিলে অনুদান চ্যানেল কর্তৃপক্ষের
৭. অনুদান দেবেন টলি প্রযোজকরা
৮. অনুদান দেবেন কলাকুশলী ও শিল্পীরা
৯. করোনা চিকিৎসায় এই তহবিলের ব্যবহার নয়
১০. একমাত্র করোনায় মৃত্যু হলেই ক্ষতিপূরণ