মালিয়ার ফেরা ফের আইনি গেরোয় আটকে গেল

0
3

বাধা সরেও সরছে না। বিজয় মালিয়াকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ফের বাধা। ভারতে ব্রিটিশ হাইকমিশনের এক কর্তা জানিয়েছেন, একটি নির্দিষ্ট আইনি বিষয়ে সমাধান না হওয়া অবধি বিজয় মালিয়াকে ভারতের হাতে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করা যাবে না। কী কী সেই আইন? প্রত্যুত্তরে ব্রিটেনের ওই কূটনীতিক বলেছেন, বিষয়টি একেবারেই গোপনতম এবং তা ব্রিটেনের আইন সংক্রান্ত। কিন্তু এই আইনি প্রক্রিয়া কত দিনে সমাধান হবে তা নির্দিষ্ট করে বলেননি ব্রিটেনের ওই কূটনীতিক। বিজয় মালিয়াকে ৩ জুন দেশে ফিরিয়ে আনা হচ্ছে এ খবর প্রকাশ্যে আসার পরেই তিনি মন্তব্য করেন। ফলে ফের বিশ বাঁও জলে বিজয়ের প্রত্যাবর্তন।