আনন্দবাজারে বড় কোপ, ফের বিপুল ছাঁটাই

0
1

আনন্দবাজার পত্রিকায় ফের বড়সড় ছাঁটাই। এবার মূলত সাংবাদিকদের উপর কোপ। দেবব্রত ঠাকুর, অনুপ চট্টোপাধ্যায় থেকে জেলা ও ডেস্ক, কলকাতা প্লাস, ক্রীড়া বিভাগের অনেকে। আদালত সংবাদদাতা শমীক ঘোষকে স্টাফ থেকে রিটেনার করা হয়েছে। সূত্রের খবর, খরচ কমানোর জন্যই এই পদক্ষেপ। যাঁরা পারফরমেন্স নিয়ে অভিযোগের মুখে পড়ছিলেন বা অবসরের কাছাকাছি ছিলেন, তালিকায় তাঁদের রাখা হয়েছে বাধ্য হয়ে। তবে উল্টো যুক্তিও আছে। কদিন আগেই সার্কুলেশন ও প্রশাসনে হাত পড়েছিল। এবার আবারও সম্পাদকীয় বিভাগে কোপ পড়ল। তবে কর্তৃপক্ষ নিশ্চিত, কাজে এর প্রভাব সেভাবে পড়বে না।