তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী, তাঁর ফোনে মিসকল! তাও আবার আসছে অচেনা নম্বর থেকে। বাধ্য হয়ে বিষয়টি কলকাতার পুলিশ কমিশনারকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি বুধবার নবান্নের সভাঘরে। সেখানে চলছিল করোনা এবং আমফান সংক্রান্ত পরিস্থিতি মোকাবিলায় বৈঠক। তার মধ্যেই বারবার দুটি অচেনা নম্বর থেকে মুখ্যমন্ত্রীর ফোনে মিসকল আসছিল। এক-দুবার বিষয়টিকে এড়িয়ে গেলেও, বারবার এক ঘটনা ঘটতে থাকায় মনোসংযোগ ব্যাহত হয় মমতার। বিরক্ত হন তিনি। বৈঠকে উপস্থিত অনুজ শর্মাকে বিষয়টি দেখতে বলেন। কোন নম্বর থেকে তাঁর ফোনে ফোন করে নম্বর ব্যস্ত করে রাখা হচ্ছে সে বিষয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। সেই তথ্য জানানোর আগেই বৈঠকে উপস্থিত রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা মজা করে বলেন, “ম্যাডাম আপনি তো অনেক পপুলার। তাই বারবার ফোন আসছে”। মুখ্যসচিবের এই রসিকতায় হেসে ফেলেন মমতাও। তবে কোন দুটো নম্বর থেকে তাঁকে বারবার বিরক্ত করা হচ্ছিল তা প্রকাশ করা হয়নি।





























































































































