নাড্ডার নিশানায় বাংলার সরকার

0
1

এবার বিজেপি সভাপতির নিশানায় তৃণমূল সরকার। জে পি নাড্ডার সাফ কথা, বাংলায় পায়ের তলায় মাটি সরছে তৃণমূলের। তাই ক্ষমতা ধরে রাখতে হিংসার সংস্কৃতি তৈরি করেছে। মানুষ অতিষ্ঠ। বাংলায় নতুন কাটমানি সংস্কৃতি তৈরি করেছে শাসক দল। বিরোধিতা করাই পশ্চিমবঙ্গ সরকারের কাজ। প্রশাসন নয় সরকারের প্রথম প্রায়োরিটি বিরোধী দল। এই সরকারকে মানুষ জবাব দেবে। পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, সবটা না জেনেই বলছেন নাড্ডা। অমিত শাহের ছায়া সর্বসাকুল্যে রাজ্যে এসেছেন ২-৩ বার। হিমাচলের লোক বুঝবেন কী করে রাজ্যের পরিস্থিতি? ক্ষমতা দখলের কোনও ইচ্ছাই পূর্ণ হবে না। আর ‘২১-এই তা বোঝা যাবে।