মোদির সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মিটিং

0
1

দুই দেশের ভার্চুয়াল মিটিং এই প্রথম। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আলোচনার বিষয় মূলত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা। আলোচনা হলো স্বাস্থ্যক্ষেত্র, বাণিজ্য আর প্রতিরক্ষা বিষয় নিয়ে।

মোদি তাঁর ভাষণের শুরুতেই বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার এটাই সম্ভবত সঠিক সময় এবং সঠিক সুযোগ। আমাদের সম্পর্ক কী করে পৃথিবীর ভালোর জন্য ব্যবহার করা যায় সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত। করোনার পরিপ্রেক্ষিত সামনে রেখে বলেন, পৃথিবী জুড়ে যে আর্থিক সমস্যা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশকে সামনের দিকে এগিয়ে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই প্রথম কোনও বিদেশী রাষ্ট্রনেতার সঙ্গে মোদির ভার্চুয়াল মিটিং হলো।

ভারত অস্ট্রেলিয়া দুটি দেশে একে অন্যের দেশে বছরে প্রায় ১১ বিলিয়ন ডলার নিয়মিতভাবে লগ্নি করছে। পাশাপাশি এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন এবং বলেন, পাকিস্তানের উচিত সীমান্ত সন্ত্রাস বন্ধ করতে এখনই দ্রুত পদক্ষেপ করা। আজহার মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়ার পক্ষেও স্কট মরিসনের দেশ।