করোনার হামলা এবার দেশের একেবারে শীর্ষমহলে। সাউথ ব্লকে রাইসিনা হিলসে প্রতিরক্ষা সচিবের দফতর। আর সেই দফতরের প্রধান প্রতিরক্ষা সচিব অজয় কুমার করোনায় আক্রান্ত হলেন। ঘটনায় প্রতিরক্ষা দফতরের মধ্যে এমনই আতঙ্ক তৈরি হয়েছে যে বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং তার অফিসের শীর্ষ পদাধিকারীরা অফিস যাননি। সামাল দিতে প্রতিরক্ষা দফতর স্যানিটাইজেশনে নেমেছে। অজয় কুমারের সঙ্গে কাজের কারণেই ৩০ জনকে কাছাকাছি আসতে হয়েছিল। তাদেরকেও সেল্ফ কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। হাজার ১৯৮৫ -র ব্যাচের আইএএস অজয় কুমার এ নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি। তবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যাচ্ছেন না অফিসে। আবার তিনি হোম কোয়ারেন্টাইনে নেই বলে খবর।































































































































