আনলক ফেজ ওয়ান পর্বে গোটা দেশের মতো এই রাজ্যেও ক্রমশ করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
বাংলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৮ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ মিলেছে। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬ হাজার ৮৭৬।
এই ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১০ জন করোনা রোগীর। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮৩। আজ, বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এমনই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৭৫৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৮ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ২ হাজার ৭৬৮।





























































































































