বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার নির্দেশ: এপ্রিল, মে, জুন মাসে বেতন নিতে পারবে না কোনো স্কুল। নতুন বর্ষে কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে অ্যাডমিশন ফিও নেওয়া যাবে না। মকুব থাকবে বাস ফি। রাজ্যের শিক্ষা দপ্তরকে উল্লেখ করে তিনি লিখেছেন। এতে বিপাকে স্কুলগুলি। বেসরকারি স্কুল পড়ুয়াদের বেতন না নিলে শিক্ষকদের বেতন দেবে কী করে? পরিকাঠামোই বা চলবে কীভাবে? মানুষ আর্থিক চাপে আছে সেটা ঠিক। কিন্তু তিন মাস স্কুলগুলির আয় না থাকলে কোমর ভেঙে যাবে। এর ফলে আনুষঙ্গিক বেশ কিছু সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা।