সংযোজিত ওয়ার্ড নিয়ে উদ্বিগ্ন প্রশাসক অশোক, নোডাল অফিসারের দাবি

0
1

শিলিগুড়ি পুরনিগমেরর অন্তর্গত ৪৭টি ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ড জলপাইগুড়ি জেলার অন্তর্গত।এই ওয়ার্ডগুলোই এখন মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুরনিগমের। আর তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসক অশোক ভট্টাচার্য। বৃহস্পতিবার, অনিল বিশ্বাস ভবনে অশোক ভট্টাচার্য বলেন, “আমাদের এখানে দুটো জেলা নিয়ে কাজ করতে হয়।দার্জিলিং জেলার জন্য রাজ্য সরকার টাস্ক ফোর্স গঠন করেছেন। কিন্তু সংযোজিত ওয়ার্ডের জন্য কেউ দায়িত্ব নিচ্ছে না। কারণ ওটা জলপাইগুড়ি জেলার অন্তর্গত। আর এখন এই ওয়ার্ডে করোনা আক্রান্ত বাড়ছে।কারণ নিউজলপাইগুড়ি স্টেশন নেমে সবাই নিজের নিজের বাড়ি ঢুকে যাচ্ছে। কারও সঠিক টেস্ট করা হচ্ছে না। তাই এই ওয়ার্ডগুলোর জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করা হলে খুব ভালো হয়”।

শুক্রবারই এই ওয়ার্ডগুলোর বিদায়ী কাউন্সিলরদের নিয়ে বৈঠক করা হবে। এছাড়া ‘কোভিড ১৯ ফাইট’ নামক একটি কমিটি গঠন করা হয়েছে।
অশোক ভট্টাচার্যের বক্তব্যের বিরোধিতা করে প্রাক্তন বিরোধী দলনেতা রঞ্জন সরকার জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করেছে। সেখানে আমরা বিষয়টি জানানো হয়েছে। তাই এনিয়ে ভাবার কিছু নেই প্রশাসন ব্যবস্থা নেবে। বিজেপির দার্জিলিং জেলা সভাপতি প্রবীণ অগরওয়াল বলেন, রাজ্য সরকার করোনা সামাল দিতে ব্যর্থ। আর অশোক ভট্টাচার্য তো এখন রাজ্যের অধীনে। রাজ্য যা বলবে তাই করবেন।