রাজ্যে কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন অধীর

0
1

কোয়ারেন্টাইন সেন্টারের নাম করে বাংলায় নতুন আরেকটা দুর্নীতি শুরু হয়েছে। লোকসভায় কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী এমনই বিস্ফোরক মন্তব্য করলেন।

তাঁর কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি সরকারিভাবে কোয়ারেন্টাইন সেন্টার করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কথা রাখেননি। দলের কয়েকজনকে এবং ঠিকাদারদের তিনি দায়িত্ব দিয়েছেন। এদিন এমনই অভিযোগ তুললেন অধীর।

এখানেই শেষ নয়, রাজ্যের কোয়ারেন্টাই সেন্টার নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়িয়ে অধীর চৌধুরী বলেন,
শাসক দলের কয়েকজন এবং ঠিকাদারদের দিয়ে এমন কোয়ারেনন্টাইন ব্যবস্থা করা হয়েছে, যেখানে কেউ যদি সুস্থ থাকেন, তাহলে তাঁরও করোনা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী কোয়ারেন্টাইন সেন্টারের নামে রাজ্যের মানুষকে ধোঁকা দিয়েছেন। তাঁর আরও অভিযোগ, কোয়ারেন্টাই সেন্টারের নিয়ম-কানুন মানা হচ্ছে না।

অধীর চৌধুরী রাজ্যের পরিযায়ী শ্রমিকের হিসেবেও চান মুখ্যমন্ত্রী কাছে। সেক্ষেত্রে কর্মসংস্থানের কী হাল হবে, তাও জানতে চেয়েছেন অধীর।