গুজরাতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত ৮

0
1

গুজরাতের দহেজ এলাকায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন ৮ জন। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। বুধবার চুল্লিতে বিস্ফোরণের জেরে গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রত্যেকের অবস্থাই সংকটজনক।

বিশাখাপত্তনামের গ্যাস দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। এরইমধ্যে ফের বিস্ফোরণের ঘটনা ঘটল দেশে। বুধবার সন্ধে নাগাদ হঠাৎই চুল্লিতে বিস্ফোরণ হয়। সেসময় কারখানায় উপস্থিত ছিলেন ২৩০ জন। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দহেজ মেরিন থানার পুলিশ অফিসার জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ছয় শ্রমিকের। হাসপাতালে মারা গিয়েছেন আরও দু’জন।

প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় এদিন আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল। শ্রমিক সুরক্ষা নেই বলে অভিযোগ করেন তিনি। সংশ্লিষ্ট অঞ্চল থেকে প্রায় ৫ হাজার মানুষকে অন্যত্র সরানো হয়েছে।