ফের করোনা কেড়ে নিল আরও এক চিকিৎসকের প্রাণ। চিনের উহানে মৃত্যু হলো চিকিৎসক হু ওয়েইফেং। প্রায় ৪ মাস ধরে মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করছিলেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, উহান সেন্ট্রাল হাসপাতালে মঙ্গলবার ওই চিকিৎসকের মৃত্যু হয়।
ওয়েইফেং করোনাভাইরাস সংক্রমণের কথা প্রকাশ্যে এনেছিলেন। গত ২২ এপ্রিল থেকে হু-র মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। ফের অবস্থার অবনতি হয়। ২৯ মে থেকে শুরু হয় মস্তিষ্কের রক্তক্ষরণ। এরপর আর চিকিৎসায় সাড়া দেননি তিনি।
ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৬৮ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়। এখনও পর্যন্ত উহান সেন্ট্রাল হাসপাতালে ছ’জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। হু ছিলেন ওই হাসপাতালের ইউরোলজিস্ট। চিকিৎসকের মৃত্যু নিয়ে অবশ্য কোনও বিবৃতি দেওয়া হয়নি।




























































































































