LIVE : আমফানের পরবর্তী পর্যায়ে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

0
1
  • বাঁধ সারানোর চেষ্টা চলছে
  •  দক্ষিণ ২৪ পরগনা জয়নগর, মথুরাপুর, ক্যানিং, হাওড়া, বাদুড়িয়া, সন্দেশখালিতে কাজ চলছে
  • ঝড়ের পরে বিদ্যুৎ দফতর ভালো কাজ করেছে
  • আমফানে অনেকের নৌকো ভেঙে গিয়েছে
  • ছোট নৌকোর ক্ষেত্রে ১০ হাজার টাকা করে দেওয়া হবে
  • ৬ তারিখ একটা জোয়ার আসছে
  • প্লাবনের আশঙ্কা রয়েছে
  • সেই মতো বাঁধ সারানোর সাধ্যমতো চেষ্টা করছে সরকার
  • আমফানের জেরে ম্যানগ্রোভ অরণ্যের যথেষ্ট ক্ষতি হয়েছে
  • সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনা রয়েছে
  • পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা করেছে রাজ্য সরকার
  • পরিযায়ী শ্রমিকদের প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন কেউ কেউ
  •  অনেকে বলছে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ঢুকতে দেওয়া হচ্ছে না
  •  রাজ্যে ঢুকতে না দিলে এত লোক আসছে কী করে?
  •  ১০ জুনের মধ্যে ১০ লক্ষ মানুষ রাজ্যে ঢুকছেন
  • পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ট্রেন ভাড়া মিটিয়ে রাজ্য সরকার
  • বিশ্ববাংলার তরফ থেকে মাস্ক তৈরি করা হচ্ছে
  • এগুলো স্কুল পড়ুয়া, আইসিডিএস, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার- এদের দেওয়া হবে
  • পরিবহনের অসুবিধায় কর্মস্থলে পৌঁছতে দেরি হলে আগামী একমাস সরকারি কর্মীদের হাজিরায় লালকালি পড়বে না
  • দ্রুত ক্ষতিপূরণের টাকা একাউন্টে পৌঁছে দিয়েছে রাজ্য সরকার
  • নবান্নের দুই গাড়িচালক করোনা পজেটিভ
  •  বৃহস্পতি ও শুক্রবার নবান্নে স্যানিটাজেশনের হবে