কেন্দ্র এই প্রথম স্বীকার করলো লাদাখে ঢুকেছে চিনা সেনা

0
1

পূর্ব লাদাখে ঢুকে পড়েছে চিনা সেনা। সরকারিভাবেই এ কথা স্বীকার করে নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এত দিন ভারতের তরফে বলা হচ্ছিল, দু’পক্ষের মধ্যে টহলদারির চলাকালীন হাতাহাতি হয়েছে। এই প্রথম দিল্লি স্বীকার করলো, বিষয়টা গুরুতর। রাজনাথ সিং বলেছেন, “চিন দাবি করছে, তারা নিজেদের এলাকায় রয়েছে। কিন্তু, এটা ভারতের জমি। চিনারা বিপুল সংখ্যায় ওখানে এসেছে, আমরাও সংখ্যায় কম নেই।” রাজনাথ জানিয়েছেন, “বিবাদ মেটাতে দু’পক্ষের মধ্যে সামরিক স্তরে আলোচনা চলছে। ৬ জুন উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা।”