সুপ্রিম কোর্টে বড় জয় পেলো নবান্ন৷
কলকাতা পুরসভার কাজ আপাতত চালিয়ে যাবে
বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরই৷ বুধবার এ কথা জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত৷
পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের নিয়োগকে বেআইনি বলে দাবি করে সুপ্রিম কোর্টে মামলা রুজু হয়েছিলো৷
সেই মামলাও এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে পুরসভায় প্রশাসক বোর্ড নিয়োগ নিয়ে যে রাজনৈতিক এবং আইনি বিতর্ক শুরু হয়েছিল তাতে আপাতত জয় পেল রাজ্য৷
কলকাতা পুরসভার নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত ৭ মে। তার এক দিন আগে, ৬ মে, রাজ্যের পুর দফতর কলকাতা পুরসভা আইন (১৯৮০)-এর ৬৩৪ নম্বর ধারার ভিত্তিতে পুরসভার কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর গঠন করার বিজ্ঞপ্তি জারি করে। বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকেই বোর্ডের চেয়ারম্যান ঘোষণা করা হয়। মেয়র পারিষদদের সদস্য করা হয় ওই বোর্ডে। এই বোর্ডের নিয়োগ নিয়ে প্রথম দিন থেকেই প্রশ্ন তোলে বিজেপি, সিপিএম-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। শরদ কুমার সিংহ নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে মামলা করেন৷ হাইকোর্ট বোর্ডকে আইনি বৈধতা দেয়৷ মামলা যায় সুপ্রিম কোর্টে। বুধবার সেই মামলারই শুনানি ছিল শীর্ষ আদালতের তিন বিচারপতি এম খানউইলকর, দিনেশ মাহেশ্বরী এবং সঞ্জীব খন্নাকে নিয়ে গঠিত বেঞ্চে। রাজ্য সরকারের তরফে সওয়াল করেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি। আবেদনকারীর পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শ্যাম দিওয়ান। ভিডিও কনফারেন্সিংয়ে হওয়া এই মামলার শুনানির পর শীর্ষ আদালত এই সংকটকালে পুর পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই প্রশাসক-বোর্ডের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে নেন। এবং আবেদনকারীর মামলা খারিজ করে দেন৷




























































































































