২ সপ্তাহ কেটেছে, আমফান-ক্ষতি দেখতে এখনও আসেনি কেন্দ্রীয় দল

0
1

আমফানের পর প্রায় ২ সপ্তাহ কেটেছে, ক্ষয়ক্ষতি দেখতে কেন্দ্রীয় সমীক্ষক দল এখনও রাজ্যে পা রাখেনি৷ কবে আসবে, এমন কোনও খবরও নেই। বিধ্বংসী সাইক্লোনে ক্ষয়ক্ষতির হিসেব তৈরি করে ফেলেছে রাজ্য সরকার। আমফানের ক্ষয়ক্ষতির রিপোর্টের সঙ্গেই ড্রোনে তোলা ছবি প্রামাণ্য তথ্য হিসেবে কেন্দ্রীয় সমীক্ষক দলকে দেবে রাজ্য । রাজ্যের অভিজ্ঞ অফিসারদের একটি বিশেষ দল সমীক্ষক দলের হাতে খতিয়ান তুলে দেবেন, যুক্তি ও তথ্য দিয়ে তাঁদের প্রশ্নের জবাব দেবেন। নেতৃত্ব থাকবেন মুখ্যসচিব রাজীব সিনহা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষয়ক্ষতি দেখে রাজ্যকে অগ্রিম এক হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই টাকা দিল্লি পাঠিয়ে দিলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরীক্ষণে কেন্দ্রীয় সমীক্ষক দল এখনও এসে পৌঁছায়নি। নবান্ন ঠিক করেছে, কেন্দ্রীয় সমীক্ষক দলকে দক্ষিণ ২৪পরগনা কাকদ্বীপ, গোসাবা, সাগর, পাথরপ্রতিমা-সহ সুন্দরবন এলাকাগুলি হেলিকপ্টার থেকে ঘুরিয়ে দেখানো হবে। সাগরের হেলিপ্যাড ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে ।