আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা বিস্ফোরণে ২ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মসজিদের ভেতরে বোমা রাখা হয়। তা ফেটেই বিস্ফোরণ হয়েছে। ঘটনায় গুরতর জখম হয়েছেন ২ জন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, স্থানীয় সময় সন্ধে ৭ টা ২৫ মিনিটে ওয়াজির আকবার খান মসজিদে বোমা বিস্ফোরণ হয়েছে।
বিস্ফোরণে মসজিদের ইমাম মোল্লাহ মহাম্মদ আয়াজ নিয়াজি নিহত হয়েছে। বিস্ফোরণে আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। কাবুল বিশ্ববিদ্যালয়ের ইসলামী আইন বিভাগের অধ্যাপকও ছিলেন তিনি।
আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনির মুখপাত্র সিদ্দিক সিদ্দিকী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে টুইট করেছেন। সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা চালানো বর্বরতা এবং অমানবিকতা প্রকাশ করে। তবে এই হামলার দায় কোনও সংগঠন বা গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি।




























































































































