অর্জুন পুরস্কারের জন্য এবারেও বিবেচিত হল না ব্যাডমিন্টন তারকা এইচএস প্রণয়ের নাম । এরপরই মনোনয়নের যোগ্যতামান নিয়ে প্রশ্ন তুললেন তারকা খেলোয়াড়। তাঁর সাফ কথা , যাদের মনোনয়ন দেওয়া হচ্ছে তারা কিছুই জেতেননি। অথচ কমনওয়েলথ, এশিয়ান গেমসে পদকপ্রাপ্তদের নাম বাদ দেওয়া হচ্ছে ।
মঙ্গলবারেই দেশের ব্যাডমিন্টন সংস্থা ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টিকে এবং সিঙ্গলস প্লেয়ার হিসাবে সমীর ভার্মার নাম অর্জুন পুরস্কারের জন্য পেশ করেছে।
ক্ষুব্ধ প্রণয় টুইটারে লিখেছেন, “সেই একই পুরোনো গল্প। যাদের কমনওয়েলথ ও এশিয়ান গেমসে পদক রয়েছে তাদের নাম সংস্থা রেকমেন্ড করল না। আর যাঁরা এই টুর্নামেন্টেই খেলিনি তাদের নাম প্রস্তাব করা হল।” এই টুইটের সঙ্গে ‘দিস কান্ট্রি ইজ জোক’, ‘ওয়াহ’ হ্যাশট্যাগ লিখে জুড়ে দেন তিনি।
ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসের কোচ এস মুরলিধরণ এবং ভাস্কর বাবুর নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য বিবেচনা করেছে।
প্রসঙ্গত, গত মরশুমেও প্রণয়ের নাম বাদ পড়েছিল অর্জুন পুরস্কারের মনোনয়ন থেকে। সেই সময়েও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন এই ব্যাডমিন্টন তারকা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































