যে অসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সারা দেশ, তথা পৃথিবী- সেই সময় দাঁড়িয়ে সবাই প্রার্থনা করছেন সুদিনের। আশা রাখছেন এই আঁধার কেটে খুব দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারব আমরা। করোনা সংক্রমণ এবং তারপরে আমফানের তাণ্ডব। এই ভেঙে পড়া সময়ে নতুন আশার আলো নিয়ে গান গাইলেন কোচবিহারের সাংসদ নিশির প্রামাণিক। সুরে, ছন্দে আর তাঁর অপূর্ব গায়কিতে তাঁর গান মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।