আপাতত পুরনো ভাড়াতেই বৃহস্পতিবার থেকে বেসরকারি বাস রাস্তায় নামবে। যত আসন, তত যাত্রী নিয়ে চলবে বাস। বুধবার বৈঠকের পরে জানিয়েছে বাসমালিক সংগঠনগুলি।
বাস চালাতে ভাড়া বৃদ্ধির দাবি করেছিল বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। তারা এই বিষয়ে সরকারকে প্রস্তাব দেয়। কিন্তু সেই দাবি রাজ্য সরকার না মানায় এতদিন পথে নামেনি বেসরকারি বাস। কিন্তু এবার রাজ্য সরকার আশ্বাস দিয়েছে বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে রেগুলেটরি কমিটি গঠন হবে। তারাই বিষয়টি দেখবে। সেই আশ্বাসে বৃহস্পতিবার থেকে পুরনো ভাড়াতেই চলবে বেসরকারি বাস।






























































































































