অ্যাপ-ক্যাব,ট্যাক্সি এবং অটো আজ বুধবার থেকে সব আসনেই যাত্রী নিতে পারবে। ট্যাক্সি ও অ্যাপ- ক্যাবে সর্বোচ্চ ৪ জন যাত্রী নেওয়া যাবে৷ অটোতেও সর্বোচ্চ ৪ জন যাত্রী তুলতে পারবেন চালকরা। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারি জানিয়েছেন এই সিদ্ধান্তের কথা৷ গত কয়েক দিন দু’জন করে যাত্রী নিচ্ছিল অটো-ট্যাক্সি। আজ থেকে কিছুটা হলেও কমতে পারে যাত্রীদের দুর্ভোগ।
তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে পরিবহণ দপ্তর থেকে।