কেরলেই ফের একই কায়দায় হাতি-খুনের দ্বিতীয় ঘটনা ! দেশজুড়ে ছিঃ ছিঃ

0
1

“সাক্ষরতার হার প্রকৃত শিক্ষার প্রতিফলন ঘটায় না।” এবার দেশজুড়েই উঠলো এই আওয়াজ৷ নিশানা, কেরল৷

কেরলে ফের একই প্রক্রিয়ায় হাতি-খুনের ঘটনা সামনে এসেছে৷

বিস্ফোরক ভর্তি আনারস খেয়ে সন্তানসম্ভবা এক হস্তিনীর মৃত্যুর ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের একইভাবে এক হস্তিনীর মৃত্যু ঘিরে কাঠগড়ায় কেরল।

দ্বিতীয় যে ঘটনা বুধবার প্রকাশ্যে এসেছে, সেটি ঘটনা গত এপ্রিলে রাজ্যের কোল্লাম জেলার এক বনাঞ্চলে ঘটেছে। ময়না তদন্তে জানা গিয়েছে, এক্ষেত্রেও বিস্ফোরক কিছু মুখে ফেটে যাওয়াতে ওই হাতির চোয়ালে ভাঙা ছিল। এক বনকর্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, “জখম অবস্থায় হাতিটিকে পাঠানাপুরম জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল। অত্যন্ত দুর্বল থাকার জন্য হাতিটিকে ঘুমের ইনজেকশন দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ওষুধ দিয়ে শুশ্রূষা করার চেষ্টা হয়েছিলো। কাজ হয়নি৷ বিধ্বস্ত অবস্থায় হাতিটি বেশ কয়েক কিলোমিটার হেঁটেছিলো৷ তারপরেই মৃত্যু হয়েছে তার।” কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন দু’টি ঘটনারই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন৷

এদিকে, সন্তান সম্ভবা হাতির মৃত্যু ঘিরে দেশব্যাপী সমালোচনার ঝড়। বাজিভর্তি আনারস খেয়ে ফেলেছিল ওই হাতি। তার পরেই মুখের মধ্যেই বিস্ফোরণ ঘটে সেই বাজির। ওই অবস্থায় চরম যন্ত্রণায় আত্তাপাদি নদীতে নামে সেই হাতি। সেখানেই মৃত্যু হয় তাঁর। ২৭ মে’র এই ঘটনা সম্প্রতি টুইটারে ভাইরাল করেন এক বনকর্তা। তারপর থেকেই ছিঃ ছিঃ রব গোটা ভারতে।

সেই কেরলেই ফের একই কায়দায় হাতি-খুনের ঘটনা সামনে এলো৷

ওদিকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে নৃশংসভাবে হস্তিনীর খুনের ঘটনাকে কেন্দ্র করে৷ অজস্র মানুষ স্কেচ, ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছেন ৷ তাঁরা কেউ লিখেছেন,

“ঈশ্বরের নিজস্ব দেশ কেরল নয়”৷ কেউ লিখেছেন, ” মানুষকে বিশ্বাস করে ভুল করেছিলো মা হতে যাওয়া হস্তিনী”৷

এমনই কয়েকটি ছবি তুলে ধরা হলো৷