ঘূর্ণিঝড় নিসর্গের দাপটে বিপর্যস্ত বাণিজ্য নগরী

0
1

ঠিক ১৫ দিন আগে ঘূর্ণিঝড়ের ছবি দেখেছিল গোটা দেশ। তাতে লন্ডভন্ড হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ সহ ওড়িশা। ফের ঘূর্ণিঝড় আছড়ে পড়ল দেশের মাটিতে। বুধবার দুপুরে আরব সাগরের আলিবাগের কাছে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় নিসর্গ।

ল্যান্ডফলের পরেই তাণ্ডব দেখাতে শুরু করে ঘূর্ণিঝড়। মুম্বই, রায়গড়-সহ মহারাষ্ট্রের উপকূলের একাধিক জেলায় প্রবল জলোচ্ছাসে দেখা যায়। ঝোড়ো হাওয়ার দাপটে অসংখ্য গাছ পড়েছে মুম্বইতে। সাবধানতার অংশ হিসাবে বুধবার সন্ধে সাতটা পর্যন্ত মুম্বইয়ে বন্ধ রয়েছে বিমান পরিষেবা। মুম্বইগামী অসংখ্য বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঝড়ের দাপটে বেশ কিছু জায়গায় ব্যাহত হচ্ছে ইন্টারনেট পরিষেবা। বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে এনডিআরএফ এর বিশেষ দল।