১৩৮ বছর পর ১২৫ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়ল মুম্বইয়ে। দুপুর ১টা নাগাদ মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়ে বিকেল চারটে পর্যন্ত নিসর্গর হামলা চলবে। এরপর মূল ভূখণ্ডে ঢুকে ঘূর্ণিঝড় আর তীব্র হয় নাগপুরের দিকে যাবে।
দুপুর ১টা নাগাদ রায়গড় জেলার আলিবাগে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। তার আগেই সকাল থেকেই মুম্বই ও মুম্বাইয়ের পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টি চলছিল। প্রায় ১০০কিলোমিটার বেগে ঝড় শুরু হয়েছিল সকাল থেকে। ঘূর্ণিঝড় আছড়ে পড়তে তার গতি আরও বেড়ে যায়। গোয়াতে বৃষ্টি চলছে।তছনছ হয়েছে বহু। নিচু অঞ্চলে বন্যা হয়ে গিয়েছে। উপকূলের অন্যান্য এলাকাতেও প্রবল বর্ষণ এবং ঝড় শুরু হয়েছে। ইতিমধ্যে প্রবল ঝড়ে বিভিন্ন বাড়ির শেড উড়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। গাছ পড়তে শুরু করেছে এবং নিচু এলাকার বাড়িও ভেঙে যায। বিদ্যুতের খুঁটি অসংখ্য পড়েছে, ঠিক যেন আমফানের দৃশ্য।






























































































































