লকডাউনে বাতিল বিয়ের ভোজ, পরিবর্তে সাহায্য নবদম্পতির

0
1

করোনা সংক্রমণের জেরে রুটিরুজিতে টান পড়েছে বহু মানুষের। কার্যত অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এই অবস্থায় বিয়ে উপলক্ষ্যে কোনও অনুষ্ঠান করেনি মণ্ডল পরিবার। বিয়ের খাওয়া-দাওয়ার অনুষ্ঠান বাতিল করে খাদ্য সামগ্রী বিলি করেন রাজারহাট যাত্রাপুর তল্লিতলার মণ্ডল পরিবার। ১০০ জনের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী।

গত ৪ মাস আগে সম্বন্ধ করে ১৭ এপ্রিল বিয়ে ঠিক হয়। কিন্তু লকডাউনের জেরে পিছিয়ে যায় বিয়ে। শেষমেষ মনোজ মণ্ডলের সঙ্গে পাপড়ি সরকারের ৩১ মে বিয়ে হয়। এদিকে করোনা আবহে অনুষ্ঠান বাড়িতে জামায়াতের ক্ষেত্রে সংখ্যা বেঁধে দিয়েছে সরকার। সেই অনুষ্ঠান বাতিল করে বুধবার নিম্নবিত্তদের হাতে চাল, ডাল, তেল, নুন, সোয়াবড়ি, আলু, পেঁয়াজ তুলে দেন নবদম্পতি।