গতি বাড়াচ্ছে ‘নিসর্গ’, বিকেলের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা

0
1

আরব সাগরের উপর শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। আরব সাগরের উপকূলে শুরু হয়েছে বৃষ্টিপাত। ইতিমধ্যেই বেশ খানিকটা গতি বাড়িয়েছে সাইক্লোন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার বিকেলে আছে পড়বে ‘নিসর্গ’। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই ঘূর্ণিঝড়। শেষ পাওয়া খবর অনুযায়ী, আরব সাগর থেকে উত্তর-উত্তরপূর্ব দিকে এগোচ্ছে ‘নিসর্গ’।
ইতিমধ্যেই গোয়া, সান্তাক্রুজ ও কোলাবায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এদিন বিকেলে মহারাষ্ট্রের রায়গরের কাছে হরিহরেশ্বর ও দমনের মাঝে উপকূলে আছড়ে পড়বে। উপকূলে আছে পড়ার সময় প্রতি ঘণ্টায় গতিবেগ থাকবে ১২৫ কিলোমিটার। উপকূলবর্তী অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। অন্যদিকে গুজরাত উপকূল থেকে ২০ হাজার মানুষকে সরানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে তৈরি রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে। সঙ্গে রয়েছে কোস্ট গার্ড ও। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে মুম্বই সহ একাধিক জেলায় সর্তকতা জারি করা হয়েছে।