নিজের নিজের সংসদীয় এলাকায় করোনা, লকডাউন, আনলক-এর সময় ত্রাণ সামগ্রী বিলি করতে পারবেন সাংসদরা। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট । বালুরঘাটের সংসদ ডক্টর সুকান্ত মজুমদার এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে মামলা করেছিলেন । সেই মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। যদিও একটি শর্ত রেখেছে হাইকোর্ট। কোভিড -১৯ নির্দেশিকা মানলে তবেই ত্রাণ বিলি করা যাবে বলে জানানো হয়েছে ।
হাইকোর্টের এই নির্দেশে পাওয়ার পর কার্যত বাড়তি অক্সিজেন পেয়েছেন রাজ্য বিজেপি সাংসদরা। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাদের অভিযোগ করেছিলেন যে নিজের নিজের সংসদীয় এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে গেলে প্রশাসনের তরফ থেকে তাদের বাধা দেওয়া হচ্ছে।
কলকাতা হাইকোর্টের এ দিনের নির্দেশে বিজেপি সাংসদরা নিজেদের এলাকায় পৌঁছাতে পারবেন।
ভিডিও কনফারেন্সে অতি জরুরি মামলার শুনানি হচ্ছে হাইকোর্টে। মঙ্গলবার
রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান, কেন্দ্রের লকডাউন নির্দেশিকা মেনেই করোনা মোকাবিলার সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। কোভিড -১৯ এর সমস্ত নির্দেশিকা মেনে কোনও সাংসদ ত্রাণসামগ্রী বন্টন করতে চাইলে রাজ্যের কোনও আপত্তি করা যাবে না। ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.